ENTERTAINMENT NEWS


  • বিয়ের পরেও ধর্ম অপরিবর্তিত রাখবেন করিনা

    শর্মিলার বিয়ের লেহেঙ্গা চোলিতে সাজলেও তাঁর পদাঙ্ক অনুসরণ করবেন না করিনা কাপুর।

    নবাব মনসুর আলি খান পাতৌদিকে বিয়ে করার আগে ধর্মান্তরিত হয়ে শর্মিলা ঠাকুর হয়ে যান আয়েষা বেগম। এমন কী ছোটে নবাবের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংও ধর্মান্তরিত হন। তবে কাপুর কন্যাকে বৈবাহিক যোগে ধর্মান্তকরণের পথে হাঁটাতে নারাজ সইফ। বরং বিয়ের আগে ভিন্ন ধর্মের বিয়ের ক্ষেত্রে ধর্মান্তকরণের বিপক্ষেই কথা বলছেন ছোটে নবাব। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি একেবারেই চাই না ও (করিনা) ধর্ম পরিবর্তন করুক। ধর্ম নিয়ে এই এক সমস্যা... ধর্মান্তকরণ প্রত্যাশা করে। এতে আমি বিশ্বাস করি না। আমি যতদূর জানি সরকারও এ বিষয়ে `বিশেষ বিবাহ আইনের` বিধি রেখেছে। যদি এবং যখন আমরা বিয়ে করব তখন কারোরই ধর্ম পরিবর্তনের কোনও প্রয়োজন হবে না।"

    এবছরেরই ১৬ অক্টোবর বিয়ে করতে চলেছেন ছোটে নবান সইফ আলি খান ও বলিউডের `শেহজাদি` করিনা কাপুর। গুঞ্জন, `হবু-সাস` শর্মিলা ঠাকুরের বিবাহ পরিধান পরেই বিয়ে করবেন করিনা। শুধু তাই নয়, শ্বাশুড়ির পোশাককে মাপ ও ডিজাইনে অপরিবর্তিত রাখছেন বেবো। অন্যদিকে, তাঁর `বেস্ট ফ্রেন্ড` ডিজাইনার মনীশ মালহোত্রার `ব্রাইডাল আউটফিট`ও কনের সাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে খবর।

    এছাড়াও, রাজকোটের এক স্বর্ণকারের চল্লিশ লাখি হারেও সাজছেন কনে করিনা।

    এই মুহূর্তে সইফিনা ব্যস্ত তাঁদের হাতের সব শ্যুটিং শেষ করতে। তবে `ওয়েডিং প্ল্যান` নিয়ে সম্পর্কে কোনও মন্তব্য পাওয়া যাচ্ছে না এদের কারোর থেকেই।
    • জশের সঙ্গে আমার বন্ধুত্ব চিরকালীন: বিপাশা

      জন অ্যাব্রাহামের সঙ্গে বিচ্ছেদের পর `লভ-লাইফ` নিয়ে বিশেষ মুখ খোলেননি `বেঙ্গলি-বম্বশেল` বিপাশা বসু। তবে এখন, প্রথম হলিউড ফ্লিক `সিঙ্গুলারিটি`র সহ অভিনেতা জশ হারনেটের প্রতি তাঁর দুর্বলতা প্রকাশ করে ফেললেন তিনি। এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিপস বলেন, "সহ-অভিনেতা হিসেবে কাজ শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুত্বও ঘনিষ্ঠ হয়েছে। আমরা প্রায়ই একসঙ্গে ঘুরতে বেরিয়েছি। যেহেতু কিছুদিন আগেই আমি একটা দীর্ঘদিনের সম্পর্ক থেকে বেরিয়েছি তাই এত তাড়াতাড়ি আমি `ডেট` করতে চাইনি। সেই কারণেই জশ আমার খুব ভাল বন্ধু হয়ে ওঠে। ফিল্মে আমাদের দুর্দান্ত কেমিস্ট্রি ছিল।"

      জশ হারনেটের সঙ্গে সম্ভাব্য প্রেম সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন তাঁদের মধ্যে দুই মহাদেশের দূরত্ব। সেই দূরত্ব নাকি তাঁদের বন্ধুত্বের ক্ষেত্রেও সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদিও লন্ডনে আবার দেখা হওয়ার পরে তাঁরা বোঝেন ভৌগলিক দূরত্বের প্রভাব পরেনি তাঁদের সম্পর্কে। তিনি বলেন, "খুব কম ক্ষেত্রেই কাউকে সহজে বিশ্বাস করা যায়। জশ আমার কাছে তেমনই একজন মানুষ। আমি জানি এই বন্ধুত্ব চিরকালীন। আমরা দুজনে খেতে এবং পার্টি করতে ভালবাসি।"

      ভৌগলিক সীমানা পেরিয়ে তবে বিপাশা-জশের `বন্ধুত্বের` বন্ধন কি আরও মজবুত 
      হবে। সেটা দেখার অপেক্ষায় রইলাম আমরা।

      বোকা-বাক্সে বুম্বাদা

      বিগ বি, কিং খান থেকে মিঠুনদা। জীবনে একবার করে হলেও নিজেদের বড় পর্দার ক্যারিশমা ছোট পর্দাতেও দেখিয়েছেন প্রায় সব সুপারস্টারই। এবার সেই পথে হাঁটলেন প্রসেনজিত্। একেবারে বাঙালি আমেজের পারিবারিক শো `বাংলার সেরা পরিবার` নিয়ে প্রথম বার ছোট পর্দায় আসছেন বুম্বাদা।

      প্রায় তিন দশক ধরে বাঙালির মনে সাহেনশাহর আসনে পাকাপাকি ভাবে অবস্থান করে, `পোসেনজিত` থেকে `প্রসেনজিতে` উত্তরণের পর এবার সঞ্চালক হিসেবে একেবারে নতুন ভূমিকায় বাঙালির `মনের মানুষ`। উচ্ছ্বসিত প্রসেনজিত্ এদিন বলেন, "নি:সন্দেহে এটা আমার জীবনের নতুন ইনিংস। জীবনের প্রতিটা মুহুর্ত অনুভব করছি আমি। সঞ্চালকের ভূমিকা অভিনেতার থেকে সম্পূর্ণ আলাদা। আমাকে প্রচুর জিনিস নতুন করে শিখতে হবে। পুরো ফরম্যাট আলাদা করে বুঝতে হবে"।

      মিঠুনদা যখন ইতিমধ্যেই ছোটপর্দা মাতিয়ে রেখেছেন তখন বুম্বাদার মতো তারকার আসতে দেরি কেন? পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান, "অনেকদিন ধরেই অনুষ্ঠানটা মাথায় থাকলেও বুম্বাদাই ডেট দিতে পারছিলেন না"। জি বাংলায় আসতে চলেছে বাংলার সেরা পরিবার। প্রতি সপ্তাহে দুটি করে বাঙালি পরিবারের মধ্যে প্রতিযোগিতা হবে। শেষ পর্যন্ত কোন একটি পরিবার জিতে নেবে সেরার শিরোপা।

1 comment:

  1. I like your article , i think you are right.
    http://actors.livetv.pk/?s=kareena+Kapoor

    ReplyDelete