Latest News India & Westbengal



জটিলতর হল পিঙ্কির লিঙ্গ নির্ধারণ

লিঙ্গ সংক্রান্ত জটিলতা রয়েছে পিঙ্কি প্রামাণিকের। এমনই রিপোর্ট সামনে এল এসএসকেএম-এর ক্লিনিক্যাল রিপোর্টে। সোমবার প্রায় ৩ ঘণ্টা ধরে পিঙ্কি প্রামাণিকের শারীরিক পরীক্ষা হয় রাজ্যের সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে। কিন্তু, তারপরেও সঠিকভাবে লিঙ্গ নির্ধারণ করা গেল না পিঙ্কির। পরিকাঠামোর অভাবে সোনাজয়ী অ্যাথলিটের ক্রোমোজোম বিশ্লেষণের নমুনা রাজ্যের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড।

এসএসকেএম সূত্রে খবর, ইতিমধ্যেই ৩ টি পরীক্ষা হয়ে গিয়েছে পিঙ্কির। মনোবিদ এবং মনোরোগ বিশেষজ্ঞরা পিঙ্কি প্রামাণিককে পরীক্ষা করেছেন। অ্যানাটমি এবং ফিজিওলজি বিভাগে হয়েছে ক্লিনিক্যাল পরীক্ষা। এগারো সদস্যের মেডিক্যাল বোর্ডের সামনে করা হয়েছে এমআরআই এবং আল্ট্রা সোনোগ্রাফি। ক্রোমোজোম বিশ্লেষণের জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে। কিন্তু পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সেই নমুনা প্রাথমিকভাবে রাজ্যের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। পরীক্ষার পর বেলা সাড়ে ৩ টে নাগাদ সোনাজয়ী অ্যাথলিটকে ফের সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।

পিঙ্কি প্রামাণিকের আইনজীবীর অভিযোগ, সোনাজয়ী এই অ্যাথলিটকে ফাঁসানো হয়েছে। এসএসকেএম-এর মেডিক্যাল বোর্ডের সামনে উপস্থিত থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু, পিঙ্কি প্রামাণিকের আইনজীবীকে সেই অনুমতি দেওয়া হয়নি। পিঙ্কি পুরুষ না মহিলা, তা জানতে তাঁর শারীরিক পরীক্ষার নির্দেশ দেয় বারাসত আদালত। শারীরিক পরীক্ষার জন্য এগারো সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে এসএসকেএম কর্তৃপক্ষ।

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পদকজয়ী পিঙ্কি প্রামাণিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তাঁর শারীরিক পরীক্ষার নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ সংক্রান্ত চিঠি বুধবার এসএসকেএমে এসে পৌঁছনোর পর ১১ সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আদালতের নির্দেশ অনুযায়ী গত মঙ্গলবার বারাসত জেলা হাসপাতালে ৭ জন চিকিত্‍সক প্রাক্তন অ্যাথলিটের শারীরিক পরীক্ষা করেন। প্রায় ৩ ঘণ্টার পরীক্ষার পরও পিঙ্কি প্রামাণিকের লিঙ্গ নিয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি মেডিক্যাল বোর্ড। বারাসত হাসপাতালে পরিকাঠামো না-থাকায় হরমোন ও ক্রোমোজোম পরীক্ষার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। তারপরই রাজ্যের একমাত্র সুপার স্পেশ্যালিটি সরকারি হাসপাতালে পিঙ্কির শারীরিক পরীক্ষার নির্দেশ দেয় আদালত। কিন্তু এদিনের পরীক্ষার পরও জানা গেল না পিঙ্কি আদপে পুরুষ না মহিলা।







ভেবেছিলাম রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হবে না: রাজ্যপাল

অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে `অসাংবিধানিক` তকমা পাওয়া `সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন আইন` প্রতিক্রিয়া জানালেন মায়ানকোটে কেলাথ নারায়ণন। পশ্চিমবঙ্গের রাজ্যপালের দাবি, তিনি ভেবেছিলেন সিঙ্গুর আইনে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হবে না। তাঁকে রাজ্যের তরফে তেমনই আইনি পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রাজ্যপাল। শুক্রবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গুর মামলার রায় দিতে গিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল সংবিধান অনুযায়ী, জমি সংক্রান্ত কোনও আইনে রাষ্ট্রপতির অনুমোদন লাগে। কিন্তু সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন আইনের ক্ষেত্রে তা নেওয়া হয়নি। তাই এই আইন অবৈধ। এই পরিস্থিতিতে এদিন রাজ্যপালের বক্তব্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সিঙ্গুর মামলায় সোমবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল টাটারা। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সিঙ্গুর জমি আইন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া জন্য রাজ্য সরকারকে দু`মাস সময় দেওয়া হয়েছে। তার আগেই আজ ক্যাভিয়েট দাখিল করল টাটারা। ক্যাভিয়েটের ফলে টাটাদের না জানিয়ে একতরফাভাবে কেবল রাজ্য সরকারের বক্তব্য শুনেই কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি- পিনাকি চন্দ্র ঘোষ ও মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ জারি করতে পারবে না শীর্ষ আদালত। 


দিল্লির কব্জায় ২৬/১১-র বড় চক্রী
৬/১১-র জঙ্গি হানা চলছে তখন। নরিম্যান হাউসে পণবন্দি শিশু-নারী-সহ বহু মানুষ। এই সময় করাচির কন্ট্রোল রুম থেকে এক জঙ্গির কাছে এল ফোনটা। নির্দেশ এল, মাথার পিছনে গুলি করে খতম কর ‘বন্দিদের’।
মুম্বই হামলা চলাকালীন করাচির ডেরা থেকে লাগাতার এমন নির্দেশ দিয়েছিল যে, সেই লস্কর ই তইবা-র জঙ্গি সৈয়দ জাবিউদ্দিন ওরফে আবু হামজা ওরফে আবু জিন্দলকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আজ দিল্লি পুলিশের তরফে এ খবর জানিয়ে বলা হয়েছে, সৌদি আরব থেকে আসার পথে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকেগ্রেফতার করা হয়েছে। অবশ্য একটি সূত্রের দাবি, সৌদি আরব তাকে ভারতের হাতে তুলে দিয়েছে। কিন্তু সরকারি ভাবে বলা হচ্ছে, গত ২১ জুন সৌদি আরব থেকে বিমানে দিল্লি পৌঁছনোর পরেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ইন্টারপোল তাদের সাহায্য করেছে। গোয়েন্দাদের জেরার মুখে মুম্বই হামলায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছে আবু হামজা।
মুম্বই হামলায় পাক যোগের সবচেয়ে বড় প্রমাণ বলতে ভারতের হাতে এত দিন ছিল ওই ঘটনায় ধৃত একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভ। এ বার তার সঙ্গে যোগ হল আবু হামজা। বস্তুত গোয়েন্দাদের একাংশ মনে করছেন, কাসভের থেকেও আবু হামজার গ্রেফতার পাক যোগের অনেক বেশি ‘অকাট্য প্রমাণ’। তবে এতেও পাকিস্তানের উপরে কতখানি চাপ তৈরি করা যাবে, তা নিয়ে অন্ধকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। কারণ তার সঙ্গে পাকিস্তানের সরকারি স্তরের যোগসূত্র থাকার কোনও প্রমাণ এখনও মেলেনি। তা ছাড়া, হামজা যে আদতে পাকিস্তানের নাগরিক, তা-ও নয়। ফলে ইসলামাবাদ কী অবস্থান নেবে, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় নয়াদিল্লি। মুম্বই হামলা নিয়ে ভারতের তরফে ইসলামাবাদকে একাধিক বার যে সব নথিপত্র (ডসিয়ের) দেওয়া হয়েছিল, তাতেই লস্কর নেতা হাফিজ সইদের পাশাপাশি আবু হামজার নামও ছিল। ডসিয়েরের তৃতীয় নামটিই ছিল আবু হামজার! পাক সূত্রের খবর, ইসলামাবাদের তরফে এখনও ভারতের কাছ থেকে ‘উপযুক্ত প্রমাণ’ চাওয়া হচ্ছে! গোয়েন্দা সূত্রের খবর, হামজার কণ্ঠস্বরের নমুনা চেয়ে এ বার পাকিস্তানের উপরে চাপ আরও বাড়াবে দিল্লি।
কাসভকে জেরা করেই জানা যায়, হামলার প্রস্তুতির সময় জঙ্গিদের হিন্দিতে কথা বলতে শিখিয়েছিল হামজা। জাকিউর রহমান লকভি ও হামজা করাচির বন্দর থেকে কাসভদের মুম্বইয়ের উদ্দেশে রওনা করিয়ে দিয়েছিল। হামলা চলাকালীন করাচির কন্ট্রোল রুমে বসে জাকিউর রহমান লকভি, মেজর সামির আলি, মেজর ইকবাল ও মুজাম্মিল ভাটের পাশাপাশি হামজাও জঙ্গিদের সঙ্গে আগাগোড়া যোগাযোগ রেখেছিল। কিন্তু তদন্তের প্রথম দিকে বোঝাই যায়নি, এই হামজা আদতে ভারতীয়। জঙ্গিদের সঙ্গে হামজার কথোপকথনের টেপ খুঁটিয়ে পরীক্ষা করতে গিয়েই গোয়েন্দাদের সন্দেহ হয় মুম্বই হামলার পিছনে ‘ভারতীয় যোগ’ নিয়ে। কারণ কথা বলতে গিয়ে হামজা এমন কয়েকটি শব্দ বলেছিল, যে গুলি খাঁটি ভারতীয়! ‘উদাহরণ’, ‘প্রশাসন’, ‘যুবকে’র মতো শব্দগুলিই তার ভারতীয় যোগ নিশ্চিত করে।
আদতে মহারাষ্ট্রের বিড় জেলার বাসিন্দা হামজা সেখানকার ইন্ডিয়ান টেকনিক্যাল ইন্সটিটিউটে পড়াশোনা করেছে। ২০০২ সালে গোধরা-পরবর্তী দাঙ্গার পরে নিষিদ্ধ মৌলবাদী ছাত্র সংগঠন সিমিতে যোগ দেয় সে। সিমির মাধ্যমেই লস্করের সংস্পর্শে আসে হামজা।
কী ভাবে হামজার হদিশ মিলল? হামজাকে ধরতে তার বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিস’ জারি করে ইন্টারপোল। মুম্বই হামলার পরে কিছু দিন পাকিস্তানে ছিল হামজা। পরে সৌদি আরবে চলে যায় সে। জামা মসজিদ বিস্ফোরণে ধৃত এক জঙ্গিই প্রথম সৌদি আরবে হামজার উপস্থিতির কথা জানায়। তখন থেকেই তার উপর নজরদারি শুরু করেন গোয়েন্দারা।
হামজাকে ১৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে দিল্লির আদালত। এর পরে তাকে নিজের হেফাজতে নেবে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ২০০৬-এ মুম্বইয়ের ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ, ওই বছরই ঔরঙ্গাবাদে অস্ত্র উদ্ধার মামলা-সহ একাধিক বড় অপরাধের ঘটনায় তার যোগ থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, এ ছাড়াও আরও একাধিক নাশকতার মামলায় হামজার নাম রয়েছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, হামজা ২০০৬ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস-এ বিস্ফোরণের ঘটনাতেও যুক্ত। তাই বেঙ্গালুরু পুলিশও হামজাকে জেরা করতে চায়। মুম্বই পুলিশের অপরাধ-দমন শাখাও আগামিকাল দিল্লিতে একটি দল পাঠাবে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, হামজার বিরুদ্ধে তথ্যপ্রমাণ সাজাতে করাচির কন্ট্রোল রুম থেকে মুম্বইয়ের তাজ হোটেলে ঢুকে পড়া জঙ্গিদের কথাবার্তার যে রেকর্ড পুলিশের কাছে রয়েছে, তার সঙ্গে হামজার কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হচ্ছে।


...........................................................................................................




সাহায্যপ্রার্থী সাংমার বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে
রাষ্ট্রপতি পদপ্রার্থী পিএ সাংমা আজ মহাকরণে সমর্থন চেয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুব্রত বক্সী, রেলমন্ত্রী মুকুল রায় প্রমুখ। বৈঠক শেষে সাংবাদিকদের সাংমা জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের সাহায্য প্রার্থনা করছেন। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে। তবে সিদ্ধান্ত এখনও কিছু হয়নি। দলীয় স্তরে আলাপ-আলোচনা করে তবে সিদ্ধান্ত নেবে তৃণমূল। তৃণমূলের সমর্থন পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি।


শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল ব্যাহত
আজ সকাল ৯টা নাগাদ শিয়ালদহ মেইন শাখার নৈহাটি স্টেশনে বরোদা ব্রিজের কাছে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল সকাল থেকেই বন্ধ ছিল। আপ লাইনেও ট্রেন চলছিল দেরিতে। সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে অফিস যাওয়ার সময়ে এই ঘটনায় যথেষ্ট হয়রানির মধ্যে পড়েছিলেন নিত্যযাত্রীরা। রেলের তরফ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে সিপিডব্লুডি-র ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়। তাঁরা জানিয়েছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই বিকল ইঞ্জিনটি সরিয়ে নতুন একটি ইঞ্জিন জুড়ে মালগাড়িটিকে গন্তব্যে নিয়ে যাওয়া হবে। সেই মতো বেলা ১২টা নাগাদ মালগাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
বর্ষায় বন্ধ এক্স-রে
বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে বন্ধ রয়েছে এক্স-রে পরিষেবা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ভারী বৃষ্টিতে হাসপাতালের এক্স-রে বিভাগে জল ঢোকার ফলে এই বিপত্তি। কার্যত বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। হাসপাতাল সুপার এ বিষয়ে জানিয়েছেন, জল নিকাশের চেষ্টা করা হচ্ছে। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি।
পার্ক সার্কাসে পথ দুর্ঘটনা
পার্ক সার্কাসে পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। একটি ট্যাক্সি ও লরির মুখোমুখি সংঘর্ষ হয় আজ ভোরে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সির উপরে উঠে যায়। ঘটনাস্থলেই ট্যাক্সির ভেতরে থাকা ২ যাত্রীর মৃত্যু হয়েছে। চালক-সহ আরও ২ জন গুরুতর আহত। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরির চালক ও 
খালাসি পলাতক.


No comments:

Post a Comment